এম এ মান্নান
ময়মনসিংহের ফুলপুর প্রেসক্লাবের উদ্যোগে ‘আইন শৃঙ্খলার উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।ফুলপুর অফিসার্স ক্লাব মিলনায়তনে ৩ জুন সোমবার সন্ধ্যায় ওই আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।ইফতারপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, ফুলপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান, ওসি মেহেদী হাসান (ভারপ্রাপ্ত), প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবীর মুকুল প্রমুখ। উপস্থাপনায় ছিলেন, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি নুরুল আমিন। এ সময় মেয়র মো. আমিনুল হক, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য জহিরুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া আক্তার লাকী, উপজেলা যুবলীগের সভাপতি মিস্টার শশধর সেন, ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা জয়নুল আবেদীন, থানার সেকান্ড অফিসার সুমন মিয়া, প্রেসক্লাবের সহ-সভাপতি খলিলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। বক্তব্যে হুমায়ুন কবীর মুকুল বলেন, শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য প্রেসক্লাবের পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি আরো বলেন, আমাদের আজকের এই অনুষ্ঠানের জন্য প্রধান অতিথি হিসেবে থাকতে আমরা মাননীয় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদকে অনুরোধ জানিয়েছিলাম। তাঁর বিশেষ অসুবিধা থাকায় তিনি থাকতে পারেননি। পরে আমরা চীফ গেস্ট করি ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন বিপিএম (বার)কে। তাঁর বিশেষ অসুবিধা থাকায় তিনি আসতে পারেননি বলে মোবাইলে দু:খ প্রকাশ করে প্রতিনিধি হিসেবে ফুলপুর থানার ভারপ্রাপ্ত ওসি মেহেদী হাসানকে পাঠান।এজন্য আমরা তাঁর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। এদিকে, আমাদের প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী দীর্ঘ সফর শেষে দক্ষিণ কোরিয়া থেকে দেশে ফেরার পর সরকারি জরুরি কাজে হঠাৎ তাঁকে ময়মনসিংহে চলে যেতে হয়। এরজন্য তিনিও দু:খ প্রকাশ করেছেন। তারপরও আলহামদু লিল্লাহ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের পদচারণায় আমাদের অনুষ্ঠান ছিল প্রাণবন্তকর ও উৎসবমুখর। সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, ফুলপুরের গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে দুটি প্রেসক্লাবকে ভেঙে ইউএনওকে সভাপতি করে একটি প্রেসক্লাব করা হয়েছিল। এর কিছুদিন পর আবার এতে ফাটল দেখা দেয়। আমরা আশা করব সকল দ্বিধা দ্বন্দ্বের উর্ধে ওঠে সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে থাকবেন ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন। সুন্দর ইফতার অনুষ্ঠানের আয়োজনের জন্য সাংবাদিকদের তিনি ধন্যবাদ জানান। জেলা পুলিশ সুপারের প্রতিনিধি হিসেবে ফুলপুর থানার ভারপ্রাপ্ত ওসি মেহেদী হাসান বলেন, অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও সুন্দর এই ইফতার মাহফিলে এসে ভাল লাগলো। আমাদের এসপি স্যার এখানে চীফ গেস্ট ছিলেন। তাঁর বিশেষ অসুবিধা থাকায় আসতে পারেননি বলে তিনি দু:খ প্রকাশ করেছেন। ইফতারের পূর্ব মূহুর্তে মুনাজাত পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের ইমাম ও খতীব হাফেজ মাওলানা আতাউল্লাহ।
ফুলপুর প্রেসক্লাবের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
