এম এ মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে ফাঁসিতে ঝুলে মরিয়ম বেগম (২১) নামে এক স্বামী পরিত্যক্তা আত্মহত্যা করেছে। রবিবার রাতে এ ঘটনা ঘটে। সে উপজেলার বওলা গ্রামের সরকারির বাড়ির রফিকুল ইসলামের মেয়ে। গত তিন মাস আগে তার বিয়ে হলে স্বামীর বাড়িতে মাত্র ৩/৪ দিন থাকার পর আর যায়নি। ঘটনার দিন সন্ধ্যা থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে সকালে বাড়ির পিছনে পথচারীরা তাকে বৃষ্টি গাছে ঝুলে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ওসি মেহেদী হাসান (ভারপ্রাপ্ত) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মেয়েটি মানসিক রোগী ছিল বলে পরিবার ও স্থানীয়রা জানায়। তবে ময়না তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।
ফুলপুরে ফাঁসিতে ঝুলে এক স্বামী পরিত্যক্তার আত্মহত্যা
