এম এ মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ ২০১৯ উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে এ র্যালি অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন, ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী। র্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ফুলপুর বাসস্ট্যান্ড হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে শেষ হয়। এতে হাসপাতালের ডাক্তার নার্স ও ফুলপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ অংশ নেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনুপম ভট্টাচার্য, আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রাণেশ চন্দ্র পন্ডিত, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মেহেরুন্নেছা সিদ্দিকী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, একাডেমিক সুপার ভাইজার পরিতোষ সূত্রধর, এমটি ইপিআই আব্দুল হাই প্রমুখ।
ফুলপুরে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ ২০১৯ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি
