এম এ মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে সড়ক দুর্ঘটনায় আরিফ (৫) নামে এক শিশু নিহত ও ৫জন গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার সকাল ৮টার দিকে উপজেলার বাঁশাটী বড় পাগলা নামক স্থানে শেরপুর-ঢাকাগামী সোনার বাংলা পরিবহণ ও বাঁশাটী কান্দাপাড়া-কাশিগঞ্জগামী একটি অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে ফুলপুর-শেরপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, শেরপুর থেকে ঢাকাগামী সোনার বাংলা পরিবহণের একটি বাস বাঁশাটী কান্দাপাড়া থেকে কাশিগঞ্জগামী একটি অটো রিকশাকে ধাক্কা দিলে অটো চালক সবুজ ও আরিফসহ ৫ যাত্রী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহত ৫জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। এদের মধ্যে আরিফ মারা যায়। সে বাঁশাটী গ্রামের আবু রায়হানের পুত্র। আহত অন্যরা হলেন, আসমা খাতুন, রুমা খাতুন ও হাওয়া বিবি। সবাই মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন। তারা যতœ প্রকল্পের কার্ড সংগ্রহ করতে অটো রিকশাযোগে ছনধরা ইউনিয়নের কাশিগঞ্জ বাজারে যাচ্ছিল। ফুলপুর থানার ওসি মেহেদী হাসান (ভারপ্রাপ্ত) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাসটি পালিয়ে গেছে তবে তার নাম্বার সংগ্রহ করেছি। যেভাবেই হোক খুঁজে বের করা হবে।
ফুলপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৫
