নুরুল আমিন
ময়মনসিংহ জেলার ফুলপুর হালুয়াঘাট সিমান্ত দিয়ে বয়ে যাওয়া কংশ নদীতে দীর্ঘ দিন যাবত অবৈধ ভাবে বালু উত্তোলন চলছিল। ফলে হুমকির মুখে পড়ে কংশ নদীর স্বাাভাবিক গতি। স্থানীয় একটি মহল পাইপ লাগিয়ে এ বালু নিয়ে ব্যক্তিগত ভাবে লাভবান হওয়ার ঘটনাটি সহযোগী একটি পত্রিকায় প্রকাশিত হলে বিষয়টি ফুলপুর ইউএনও জেবুন নাহার শাম্মীর নজরে আসে। নদীর । স্থানীয় সুত্রে জানা যায় স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় বালু উত্তোলনকারিদের বিরুদ্ধে কথা বলার কারো সাহস হতো না। অপরিকল্পিত ভাবে বালু উক্তোলনের ফলে নদীর নব্যতা হারাতে হারাতে ঐতিহ্য হারিয়ে মরা খালে পরিনত হচ্ছিল। হুমকীর মুখে পড়েছিল কৃষকের ফসল। নদী আইন ও সরকারী নীতিমালা অনুযায়ী নদীর তলদেশে বালু বা মাটি উক্তোলন করা করা সম্পুর্ন নিষেধ থাকলেও অবাধে চলছিল বালু ব্যাবসা। ইউএনও জেবুন নাহার শাম্মী বলেন নদী থেকে বালু উত্তোলন,নদী দখল কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে
ফুলপুর ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হলো কংশ নদীর অবৈধ বালু উত্তোলন
