এম এ মান্নান:
ময়মনসিংহের ফুলপুরে বাংলা শুভ নববর্ষ ১৪২৬ খ্রি: উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ফুলপুর উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী রোববার পহেলা বৈশাখকে সামনে রেখে মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ ব্যাপক কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। ওই দিন থেকে তিন দিনব্যাপী উপজেলা পরিষদ চত্বরে বসবে বৈশাখী মেলা। যে কেউ সেই মেলায় অংশ নিতে পারবেন। প্রতি স্টলের মূল্য ধার্য করা হয়েছে ২ হাজার টাকা। পহেলা বৈশাখে বাঙালী সংস্কৃতির ঐতিহ্য ও আবহ যাতে সুন্দরভাবে ফুটে ওঠে সেজন্য সভাপতির বক্তব্যে সকলের সহযোগিতা চেয়েছেন ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী। তিনি বলেন, এবারের পহেলা বৈশাখ আমরা এমনভাবে উদযাপন করব যাতে জেলাকে পিছে ফেলতে পারি। এ ব্যাপারে তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দসহ সভায় উপস্থিত ছিলেন, মেয়র মো. আমিনুল হক, ফুলপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) তৃপ্তি কণা মন্ডল, উপজেলা প্রকৌশলী মো. আজিজুল হক, ইউপি চেয়ারম্যান আজহারুল মোজাহীদ সরকার, উবায়দুল হক, আব্দুল মোতালেব, মফিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অনুপম ভট্টাচার্য, মৎস্য কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মেহেরুন্নেছা সিদ্দিকী, একটি বাড়ি একটি খামার ও পল্লী সঞ্চয় ব্যাংকের উপজেলা সমন্বয়ক আবুল বাশার রাজন প্রমুখ।
ফুলপুরে পহেলা বৈশাখ উদযাপনে প্রস্তুতিমূলক সভা
