এম এ মান্নান
ময়মনসিংহের ফুলপুরে গত ২দিন ধরে থেমে থেমে হালকা ধরনের ঝড়-তুফান ও শিলা বৃষ্টি হচ্ছে। এতে নিচু জমিগুলোতে আগে লাগানো বোরো ধানের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। থৌরের মুখে শিল পড়ায় ধান ছুঁচা হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। মারুয়াকান্দি গ্রামের কৃষক ইলিয়াস জানান, যেসব ধান বের হওয়া শেষ হয়ে গেছে ওইসব ক্ষেতে সোমবারের শিলা বৃষ্টিতে কিছু ক্ষতি হয়েছে। এছাড়া থৌর ধানেরও ক্ষতি হয়েছে। ওইগুলো ছুঁচা হয়ে যাবে। উপজেলার ছনকান্দা-ডেফুলিয়া রাস্তার পশ্চিম পাশে রৌহা বন্দে সোমবার বিকালে সরেজমিন গিয়ে দেখা যায়, নিচু জমির উচুঁ ধান ঝড়-তুফানে পানিতে বিছিয়ে পড়েছে। এছাড়া মঙ্গলবার বিকালে ঝড়ে ফুলপুর বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কের উপর নির্মিত বড় গেইটও মাটিতে লুটিয়ে পড়তে দেখা গেছে। তবে উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন যে পরিমাণ শিলা বৃষ্টি ও ঝড় তুফান হয়েছে তাতে ফসলের তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। একই কথা জানিয়েছেন, উপ-সহকারি কৃষি অফিসার মমতাজ উদ্দিন ও মিসবাহ উদ্দিন।
ফুলপুরে ঝড় ও শিলা বৃষ্টিতে হালকা ক্ষয়ক্ষতি
