এম এ মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে হামদর্দ ফুলপুর শাখায় আজ ২৬ মার্চ সকাল ১০টায় এতিম, অনাথ ও দুস্থদের মাঝে ফ্রি চিকিৎসাসেবা, বিনামূল্যে ঔষধ বিতরণ, রূহ আফজা সেবন, আলোচনা সভা ও মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মুনাজাত অনুষ্ঠিত হয়েছে। হামদর্দ ফুলপুর শাখার ম্যানেজার সাইফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী একেএম জাহাঙ্গীর আলম, সাংবাদিক নুরুল আমিন, খলিলুর রহমান, এটিএম রবিউল করিম প্রমুখ। সবশেষে মুনাজাত পরিচালনা করেন, আমুয়াকান্দা বাজার জামে মসজিদের পেশ ইমাম ও খতীব হাফেজ মাওলানা মেরাজুল হক।
ফুলপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে হামদর্দের ফ্রি চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ
