এম এ মান্নান :
ময়মনসিংহের ফুলপুর থানা অডিটরিয়ামে রবিবার বেলা বারটা থেকে দুইটার পর্যন্ত ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিনিয়র সহকারি পুলিশ সুপার (ফুলপুর সার্কেল) দীপক চন্দ্র মজুমদার। তিনি বলেন, আমাদের প্রধান চ্যালেঞ্জ হলো মাদক দমন করা। যারা মদ খায়, মদের ব্যবসা করে বা মাদকের সাথে জড়িত তাদের ধ্বংস অনিবার্য। এ সময় ফুলপুরকে মাদকমুক্ত করার অঙ্গীকার করেন তিনি। ফুলপুর অফিসার ইন-চার্জ মুহাম্মদ বদরুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে-তে অতিথি পাখি মারতে নিষেধ করে দীপক চন্দ্র মজুমদার আরো বলেন, ছোট নিষ্ঠুরতা মানুষকে বড় নিষ্ঠুরতার দিকে ঠেলে দেয়। কাজেই কেহ কোন প্রকার অপরাধের সাথে জড়িত হবেন না। সবশেষে পুলিশকে সার্বিক সহযোগিতার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। এ সময় সিংহেশ্বর ইউপি চেয়ারম্যান ডা. আব্দুল মোতালেব, শ্রমিক লীগ নেতা ও উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য এটিএম রফিকুল করিম নোমান, পয়ারী ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সভাপতি আব্দুল কাদির প্রমুখ উপস্থিত ছিলেন।
ছোট নিষ্ঠুরতা মানুষকে বড় নিষ্ঠুরতার দিকে ঠেলে দেয়
