এম এ মান্নান :
ফুলপুর তারাকান্দা আসনে একবারের উপজেলা চেয়ারম্যান ও টানা দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়ে মো. শরীফ আহমেদ এবার প্রথম মন্ত্রী হওয়ায় দলমত নির্বিশেষে এলাকার সবাই তার প্রতি খুশি। তারা এ এলাকায় গ্যাস ও রেল লাইন স্থাপনসহ নতুন এই প্রতিমন্ত্রীর নিকট ফুলপুরকে জেলা করার দাবি জানিয়েছেন। তার পিতা ভাষা সৈনিক মরহুম এম শামছুল হক ছিলেন বাঙ্গালী জাতির গর্ব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একান্ত আস্থাভাজন ব্যক্তিত্ব। এ আসন থেকে তিনি পাঁচবার সংসদ সদস্য ও একবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তার সেই কীর্তি ও সুনাম আজও মানুষের মুখে মুখে। এদিকে স্বাধীনতার ৪৭ বছরেও এ এলাকার মানুষ কোন মন্ত্রী না পাওয়ায় আশা ছেড়েই দিয়েছিলেন। বিচক্ষণ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গণমানুষের সেই কষ্ট আঁচ করতে পেরে এবার হঠাৎ মরহুম এম শামছুল হকের সুযোগ্য পুত্র তরুণ জাতীয় সংসদ সদস্য মো. শরীফ আহমেদকে ডেকে নিয়ে অবিশ্বাস্যভাবে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী করে তাক লাগিয়ে দেন। এতে তার প্রতি এলাকাবাসীর ভক্তিশ্রদ্ধা ও বিশ্বাস বেড়ে গেছে বহুগুণ। তারা কী যে খুশি হয়েছেন তা শুধুই উপলব্ধির বিষয় বুঝানোর নয়। এ ঘটনায় শত্রু মিত্রসহ সকল শ্রেণী পেশার মানুষের মন জয় করে ফেলেছেন তিনি। ফুলপুর-তারাকান্দাবাসী এ এলাকায় বহু কাঙ্খিত গ্যাস লাইন ও রেল লাইন স্থাপনসহ নতুন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রীর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট ফুলপুরকে জেলা করার দাবি জানিয়েছেন।
নতুন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রীর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট ফুলপুরকে জেলা করার দাবি এলাকাবাসীর
