এম এ মান্নান
ময়মনসিংহ বিভাগের ৩০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০১৮ সালে সংঘটিত নরমাল ডেলিভারী বা স্বাভাবিক প্রসবে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দ্বিতীয় স্থান অর্জন করেছে। এর স্বীকৃতিস্বরূপ ২৬ ডিসেম্বর ২০১৮ ময়মনসিংহ সিভিল সার্জন অফিসের কনফারেন্স রুমে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাক্তার আব্দুল গণি ফুলপুর হাসপাতালকে ক্রেস্ট ও সনদপত্র পুরষ্কার প্রদান করেন। পুরস্কার গ্রহন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.পরিমল কুমার পাল। এ সময় ময়মনসিংহ বিভাগের সকল সিভিল সার্জন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাছির উদ্দিন আহমাদ। এক তথ্যসূত্রে জানা যায়, গত নভেম্বর পর্যন্ত মোট স্বাভাবিক প্রসবের পরিমাণ ১৬৭৯টি। ২০১৭ সালে এর পরিমাণ ছিল ১৩২৫টি ২০১৬ সালে ১০২৯ ও ২০১৫ সালে ছিল ৯২৮টি । ডা. পরিমল কুমার পাল বলেন, পুরষ্কার কাজের গতিকে আরও বাড়িয়ে দেয়। গত চার বছরের পরিশ্রমের প্রাপ্তি আমাদের এই পুরস্কার। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সকল সিনিয়র স্টাফ নার্স ও মিডওয়াইফকে এর জন্য তিনি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান। স্টাফদের উদ্দেশ্য করে তিনি বলেন, আপনাদের পরিশ্রম ও আন্তরিকতার জন্যই এ অর্জন সম্ভব হয়েছে। এ সময় তিনি স্বাভাবিক প্রসবের সাথে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও কর্মচারীকেও ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি রোগী ও রোগীর অভিভাবকদেরকে ফুলপুর হাসপাতালের প্রতি আস্থা রেখে সেখানে চিকিৎসাসেবা নেওয়ার জন্য আহ্বান জানান। তিনি বলেন, একমাত্র প্রাতিষ্ঠানিক প্রসবের মাধ্যমেই সুস্থ ও স্বাভাবিক শিশু জন্মদানসহ শিশু মৃত্যু রোধ করা সম্ভব। স্বাভাবিক প্রসবের জন্য গর্ভবতী মায়েদেরকে হাসপাতালে নিতে ডা. পরিমল কুমার পাল ও আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রাণেশ চন্দ্র পণ্ডিত অভিভাবকদের উদ্বুদ্ধ করেন।
ময়মনসিংহ বিভাগের ৩০ হাসপাতালের মধ্যে নরমাল ডেলিভারির সাফল্যে ফুলপুর হাসপাতাল দ্বিতীয়
