এম এ মান্নান
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ফ্যাকাল্টির ১নং গ্যালারিতে ২২ ডিসেম্বর শনিবার সকাল ১১টার দিকে কম্পিউটার সায়েন্স এন্ড ম্যাথমেটিকস বিভাগের পিজিডি ইন আইসিটির ১৩তম ব্যাচের সনদ বিতরণ ও ১৪তম ব্যাচের শিক্ষার্থীদের ফুলের তোড়া দিয়ে বরণ উপলক্ষে ওপেনিং এন্ড ক্লোজিং সিরিমনি ২০১৮ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ফ্যাকাল্টির ডীন প্রফেসর ড. খান মুহাম্মদ হাসানুজ্জামান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফার্ম স্ট্রাকচার এন্ড এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ নুরুল হক, কম্পিউটার সায়েন্স এন্ড ম্যাথমেটিকস বিভাগের প্রধান অ্যাসোসিয়েট প্রফেসর মুহাম্মদ মুস্তাগিছ বিল্লাহ। কনভেনার হিসেবে উপস্থিত ছিলেন, পিজিডি ইন আইসিটি’র পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ রাকিব হাসান। এছাড়া পিজিডি ইন আইসিটি’র সাবেক পরিচালক অ্যাসোসিয়েট প্রফেসর ড. মুহাম্মদ জিয়াউর রহমান ও এ্যাসিস্ট্যান্ট প্রফেসর মেসবাহ উদ্দিনসহ বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষকগণ এতে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ফ্যাকাল্টির ডীন প্রফেসর ড. খান মুহাম্মদ হাসানুজ্জামান আইসিটির উন্নয়নে পিজিডি বিভাগের শিক্ষার্থীদের আগামী দিনে ভূমিকা রাখার জন্য আহ্বান জানান। এ বিষয়ে শিক্ষার্থী উজ্জ্বল হোসেন বলেন, আগামী দিনে আমি আইসিটির মাধ্যমে আমার ক্যারিয়ার গড়তে চাই। এ ব্যাপারে আমি স্যারদের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করি।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহে পিজিডি ইন আইসিটি শিক্ষার্থীদের ওপেনিং এন্ড ক্লোজিং সিরিমনি ২০১৮
