এম এ মান্নান :
‘৩০ তারিখ শুভদিন, নৌকা মার্কায় ভোট দিন’ স্লোগানে সোমবার মুখরিত হয়ে ওঠে ময়মনসিংহ-২ আসনের আকাশ বাতাস। ওইদিন প্রতীক বরাদ্দ পাওয়ার পর পরই ফুলপুরের রাজপথে নামে ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের আওয়ামী লীগ প্রার্থী এমপি শরীফ আহমেদের সমর্কদের মোটর সাইকেল শোভা যাত্রা ও মিছিল। এমপি শরীফ আহমেদের পক্ষে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় নৌকার মিছিল বের হলে মিছিলে হাজারো মানুষের সমাগম ঘটে। ‘৩০ তারিখ শুভদিন, নৌকা মার্কায় ভোট দিন। শরীফ ভাই শিক্ষিত, শরীফ ভাই ভদ্র। শরীফ ভাইয়ের চরিত্র ফুলের মত পবিত্র।’ ইত্যাদি স্লোগানে মুখরিত করে তোলে ফুলপুর পৌর শহরের অলিগলি।
এ সময় ধানের শীষ নিয়ে রাজপথ কাঁপিয়ে তোলে বিএনপি মনোনীত প্রার্ী শাহ শহীদ সারোয়ার সমর্করাও। নৌকা ও ধানের শীষের নেতাকর্ীদের মিছিলে মিছিলে নগরজুড়ে সাধারণ ভোটারদের মাঝে নির্াচনী আমেজ বিরাজ করে। এক সূত্র জানায়, মঙ্গলবার বিএনপি প্রার্ী শাহ শহীদ সারোয়ারের নেতৃত্বে ধানের শীষের নির্াচনী মাঠ কাঁপানো বিশাল মিছিল অনুষ্ঠিত হবে।