এম এ মান্নান
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ৮নং নড়াইল ইউনিয়নের ইটাখলা থেকে আলিশা বাজারের পাকাসড়কটি অল্প দিনেই ভেঙে যাচ্ছে। এতে দিন দিন বাড়ছে দুর্ঘটনা। পাড় না রেখে পুকুর খনন করায়, রাস্তার পাশে ক্ষেতের আল না রাখা ও ওই রাস্তায় অনেক মোড় থাকায় মোড়গুলোতে সতর্কতা অবলম্বন না করে গাড়ি চালানো এসব দুর্ঘটনার অন্যতম কারণ বলে জানা যায়। শনিবার দুপুরে কিসমত নড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন আবুল হাশেমের পুকুরে ধারা বাজার এলাকার সেলিমের অটো রিকশা যাত্রীসহ পড়ে ৫/৬জন মারাত্মক আহত হয়েছেন। এছাড়া ওই রাস্তায় একাধিক ছাত্র-ছাত্রী নিহতের ঘটনাও ঘটেছে। এরপরও সতর্ক হচ্ছেন না চালকরা। কান্দাপাড়ার একজন চালক বলেন, এই রাস্তায় গাড়িতে কোন টান উঠানো যায় না। খালি মোড়, খালি মোড়। আর ক্রসিংয়ের সময় রাস্তার সাইডে গাড়িডা এট্টু নামানোরও জায়গা নাই। আরেকজন পথচারী বলেন, গাড়ি নামাইবো কেমনে, এইন্দা যে ফুহুরগুলি করছে একটারও ফাড় নাই। ফাড় না রাইখ্যা ফুহুর করার কারণে অহন রাস্তা ভাইঙা যাইতাছে।
সরেজমিন গিয়ে দেখা যায়, ওই রাস্তায় ২০টিরও বেশি মোড় রয়েছে। আর সাবেক ইউপি চেয়ারম্যান নবী হোসেন ও আনোয়ারুল হক মঞ্জু মিয়ার বাড়ির আশপাশে, সাবেক এমপি এমদাদুল হক মুকুলের বাড়ির সামনে, রফিক ভেন্ডারের বাড়ির সামনে, কিসমত নড়াইল প্রাথমিক বিদ্যালয়ের সামনে, আবুল হাশেমের বাড়ির সামনে, কুমুরিয়ায়, খরমায় ও বাঘমারসহ ওই রাস্তার বিভিন্ন স্থানে রাস্তার পাশে পুকুরের পাড় না রেখে পুকুর খনন করায় রাস্তা ভেঙে সরু হয়ে যাচ্ছে। এতে দুর্ঘটনা বাড়ছে। সরকারি টাকায় সুন্দর সুন্দর রাস্তা করলেও এগুলোতে নজরদারি না থাকায় অল্প দিনেই তা ভেঙে চলাচলে অযোগ্য হয়ে পড়ছে। ভুক্তভোগী এলাকাবাসি জরুরিভিত্তিতে রাস্তাটির প্রতি নজর দিয়ে বড় ভাঙনের আগেই মেরামত করার জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট দাবি জানিয়েছেন।
অল্প দিনেই ভেঙে যাচ্ছে ইটাখলা-আলিশা পাকাসড়ক বাড়ছে দুর্ঘটনা নজরদারি প্রয়োজন
