এম এ মান্নান
ময়মনসিংহের ফুলপুরে জাতীয় নির্বাচনপূর্ব আইন শৃঙ্খলা বিষয়ক এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ফুরপুর অফিসার্স ক্লাবে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০১৮কে সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক পর্যালোচনা সভায় প্রধান অতিথি নানা দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন। এতে সভাপতিত্ব করেন, ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী। এ সময় সহকারি কমিশনার (ভূমি) তৃপ্তি কণা মন্ডল ও ওসি মুহাম্মদ বদরুল আলম খানসহ উপজেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বিভাগীয় কমিশনার ফুলপুরে এসে নামলে ফুল দিয়ে তাকে বরণ করা হয়।
ফুলপুরে নির্বাচনপূর্ব আইন শৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা
