এম এ মান্নান
ফেয়ার ডিল প্রপার্টিজ লিমিটেড -এর অন্যতম প্রকল্প ‘পূর্বাচল এন আর বি হোমস’ -এর ভূমি জরিপের দ্বিতীয় ধাপের কাজ পূর্বনির্ধারিত শিডিউল অনুযায়ী ২ নভেম্বর ২০১৮ শুক্রবার সকাল ৯টায় শুভ উদ্বোধন করা হয়। ভূমি জরিপের দ্বিতীয় ধাপ উদ্বোধন করেন, ফেয়ার ডিল প্রপার্টিজ লিমিটেড –এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ মুখলেছুর রহমান।
এ সময় আরো উপস্থিত ছিলেন, কাঞ্চন পৌরসভা যুবলীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, এন আর বি হোমস -এর অন্যতম গ্রাহক, কুয়েতের বিশিষ্ট ব্যবসায়ী মুফতী শহিদুল ইসলাম, শাহজালাল ইসলামী ব্যাংকের শারী’আহ বিভাগের প্রধান ফরিদ উদ্দিন আহমাদ, চট্টগ্রাম অঞ্চলের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নজরুল ইসলাম, মুফতী খালেদ প্রমুখ।
বক্তব্যে ফেয়ার ডিল প্রপার্টিজ লিমিটেড –এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ মুখলেছুর রহমান বলেন, ২০১৮ সনের ডিসেম্বরের মধ্যেই উল্লেখযোগ্য সংখ্যক প্লট সম্মানিত গ্রাহকদের মাঝে বুঝিয়ে দেওয়ার পূর্ব প্রতিশ্রুতি ছিল। সেই প্রতিশ্রুতিকে সামনে রেখেই আমরা ভূমি জরিপের এ কার্যক্রম পুরোদমে চালিয়ে যাচ্ছি। এ সময় তিনি মহান আল্লাহ তাআ’লার সার্বিক সাহায্য ও সকলের দোয়া কামনা করেন।
এন আর বি হোমস্ -এ ভূমি জরিপের দ্বিতীয় ধাপ উদ্বোধন
