এম এ মান্নান
ময়মনসিংহের ফুলপুরে ট্রাফিক সপ্তাহ উপলক্ষে সপ্তাহের শেষদিনে লাইসেন্সধারী সচেতন ড্রাইভারদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ফুলপুর থানা পুলিশ ও হেলডস। ট্রাফিক সপ্তাহের দাবি ছিল, সকল নিয়ম মেনে ড্রাইভাররা রাস্তায় গাড়ি চালাবেন। আর সেই দাবি পূরণে যারা সমর্থ হয়েছেন, দেখে দেখে বাছাই করে ওইসব ড্রাইভারদের ফুল দিয়ে সম্মানিত করা হয়। মঙ্গলবার বিকালে ফুল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন, ফুলপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান ও পুলিশ ইন্সপেক্টর (তদন্ত) মেহেদী হাসান। এ সময় আরো উপস্থিত ছিলেন, দৈনিক ইনকিলাবের ফুলপুর উপজেলা সংবাদদাতা প্রবীণ সাংবাদিক মো. খলিলুর রহমান, এস আই সানোয়ার হোসেন, হেলডস্ -এর সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ সাংবাদিক মোঃ আতিকুর রহমান আতিক, হেল্ডস -এর মহাসচিব তাসফিক হক নাফিও, কমিশনার শাহ নাফিউল্লাহ সৈকত প্রমুখ।
ফুলপুর ট্রাফিক পুলিশ, থানা পুলিশ ও হেল্ডস যৌথ উদ্যোগে এ কর্মসূচী পালন করে। গাড়ি নিয়ে রাস্তায় বের হওয়ার আগে সকল পার্টস পরীক্ষা নীরিক্ষা করতে হবে, গাড়ি সঠিক আছে কিনা তা নিশ্চিত হয়ে বের হতে হবে, ড্রাইভারদের লাইসেন্সধারী হতে হবে, ড্রাইভিং লাইসেন্স সঙ্গে রাখতে হবে, হেলমেট ও বুট ব্যবহার করতে হবে, যানবাহনের রেজিস্ট্রেশন ঠিক রাখতে হবে ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা বিষয়ে সচেতনতা থাকতে হবে। ওইসব বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও এর প্রতি উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয় বলে নেতারা জানান। ট্রাক, বাস, সিএনজি ও মোটরসাইকেলের কাগজপত্র দেখে, সঠিক কাগজপত্রধারী ও নিয়ম মেনে চলনেওয়ালা ড্রাইভারদের হাতে ফুল তুলে দিয়ে সম্মানিত করা হয়। হঠাৎ এ ধরনের মূল্যায়ণে ড্রাইভাররা আনন্দিত হন ও সন্তোষ প্রকাশ করেন।
ফুলপুরে ট্রাফিক সপ্তাহের শেষদিনে সচেতন ড্রাইভারদের ফুলেল শুভেচ্ছা জানালো থানা পুলিশ ও হেল্ডস
