নিজস্ব প্রতিবেদক
ময়মনসিংহের ফুলপুরে এক্সিলেন্ট স্কুল এন্ড মাদরাসায় বুধবার বাদ যুহর হিফজুল কুরআনের সবক অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মারুয়াকান্দি গ্রামের অাশিক বিন সফির, রূপসী ফকির বাড়ির মুঈনুল ইসলাম মাইনশা বিন মুফিদুল ইসলাম, হরিণাদী গ্রামের আশিক বিন নাজমুল, হালুয়াঘাট উপজেলার নাগলা গ্রামের মাহফুজ বিন আব্দুল হালিম ও রাইমুল বিন আব্দুল হাইকে হিফজুল কুরআনের সবক প্রদান করা হয়। আর মারুয়াকান্দি গ্রামের মাসউদ করিম বিন আরব আলী, একই গ্রামের ইয়াসীন বিন আহমাদ অালী, মারাদেওড়া গ্রামের আহসানুল কবির, নগুয়া গ্রামের আব্দুল্লাহ আল জিসান, নকলা উপজেলার হাসনখিলা গ্রামের উমর ফারুক বিন মুফাজ্জল হুসাইন, ধোবাউড়া উপজেলার গোস্তাবহুলী গ্রামের মুঈন বিন সুরুজ ও হালুয়াঘাট উপজেলার পাগারিয়া গ্রামের আরিফ বিন মুশাররফকে নাজেরার সবক প্রদান করা হয়েছে। সবক প্রদান করেন, ফুলপুর বাসস্ট্যান্ড জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মাইন উদ্দিন। এ সময় অত্র প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মাওলানা অাব্দুল মান্নান, অত্র প্রতিষ্ঠানের উস্তাদ ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা ইলইয়াস, হাফেজ সাজ্জাদ হুসাইন সাদ্দাম, হাফেজ নাঈম বিন কালাম, হাফেজ আল আমীন, অভিভাবক মুফিদুল ইসলাম সরকার, আব্দুল হালিম প্রমুখ উপস্থিত ছিলেন।
সবকপূর্ব সমাবেশে মাওলানা মাইন উদ্দিন বলেন, ইলমে ওহী হাসিল করতে হলে এর প্রতি লোভ থাকতে হবে, আকলওয়ালা হতে হবে, পরিপূর্ণ বুঝশক্তি থাকতে হবে, উস্তাদের খেদমত করতে হবে, নিয়মিত ক্লাস করতে হবে ও তাহকীক বা খুঁটিয়ে খুঁটিয়ে বুঝে পড়তে হবে। উস্তাদের খেদমত বলতে শুধু এটা সেটা এগিয়ে দেয়া নয় বরং ছাত্রের কথায় ও কাজে এমনকি আচার আচরণে কোনভাবেই যাতে উস্তাদ অসন্তোষ্ট না হন সেভাবে চলতে হবে। তিনি আরো বলেন, আল্লাহকে রাজি খুশি করার জন্যে যদি কেহ বাংলা ইংরেজিও পড়ে তবু এতে সাওয়াব হবে। আর সেরেফ দুনিয়া লাভের জন্যে যদি কেহ কুরআনও পড়ে তবু এতে কোন সাওয়াব হবে না।
এক্সিলেন্ট স্কুল এন্ড মাদরাসায় হিফজুল কুরআনের সবক অনুষ্ঠিত
