নিজস্ব প্রতিবেদক
ময়মনসিংহের ফুলপুর সরকারি ডিগ্রি কলেজ রোড নিবাসী অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মো: নজরুল ইসলামের নাতনী আফিয়া সিদ্দিকী অরিনের ৩য় জন্মবার্ষিকী ১১ সেপ্টেম্বর ২০১৮ মঙ্গলবার পালিত হয়েছে। এ উপলক্ষে অরিনের নানার বাসায় খতমে কুরআন ও এক্সিলেন্ট স্কুল এন্ড মাদরাসায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন, এক্সিলেন্ট স্কুল এন্ড মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল মান্নান। এ সময় এক্সিলেন্টের ছাত্রবৃন্দসহ আরো উপস্থিত ছিলেন, কলেজ রোড নিবাসী মো: ছফির উদ্দিন ফকির, মো. রফিকুল ইসলাম, হাফেজ মাওলানা নাজমুল হাসান, হাফেজ সাজ্জাদুর রহমান, হাফেজ নাঈম বিন কালাম প্রমুখ। উল্লেখ্য, অরিনের বাবা মহিউদ্দিন সিদ্দিকীর বাসা ঢাকা মিরপুরে। তিনি বর্তমানে যশোহর শহরে সিয়েট টায়ার কোম্পানীতে কর্মরত আছেন। তার মা সানজিদা আক্তার প্রিয়া যশোহরেই থাকেন। তারা তাদের মেয়ের জন্য সকলের দোয়া চেয়েছেন।
অরিনের ৩য় জন্মবার্ষিকী পালিত
