এম এ মান্নান
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্ণর আবু হেনা মোহাম্মদ রাজী হাসানের ডেপুটি গভর্নর হিসেবে দ্বিতীয় মেয়াদ আজ সোমবার ১০ সেপ্টেম্বর ২০১৮ সমাপ্ত হল। তিনি দীর্ঘ প্রায় ৩৮ বছর অত্যন্ত দক্ষতা, সুনাম ও সাফল্যের সাথে বাংলাদেশ ব্যাংকে কাজ করেন। ১৯৮১ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে তার প্রথম যোগদান হয়। পরবর্তীতে ডিজি হিসেবে আজ সোমবার ছিল তার দ্বিতীয় মেয়াদের শেষ কর্মদিবস। বাংলাদেশ ব্যাংকের একজন পরিচালক আমাদের ফুলপুরের কৃতি সন্তান মো. আব্দুল ওয়াদূদ বলেন, তিনি অত্যন্ত বড় মাপের একজন কর্মকর্তা ও প্রশাসক ছিলেন। তিনি তার ও তার পরিবারের সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্ণর আবু হেনা মোহাম্মদ রাজী হাসানের দ্বিতীয় মেয়াদ সমাপ্ত
