এম এ মান্নান
শপথ অনুষ্ঠানে ময়মনসিংহের তারাকান্দা উপজেলাকে মনমত করে সাজাবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান বিশিষ্ট আইনজীবি আওয়ামী লীগ নেতা এড. ফজলুল হক, ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন ও মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার কাকন। সোমবার সকাল ১০টায় ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের হল রুমে তাদের শপথ অনুষ্ঠিত হলে এক অভিব্যক্তিতে তারা এ কথা বলেন। শপথ বাক্য পাঠ করান, বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান।
নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান বিশিষ্ট আইনজীবি আওয়ামী লীগ নেতা এড. ফজলুল হক, ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন ও মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার কাকন আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন। গত ২৫ জুলাই’১৮ তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে উল্লেখিত ৩ জন স্ব স্ব পদে নির্বাচিত হন। তারা সকলেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ১৪৭, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সংসদ সদস্য শরীফ আহমেদ, ময়মনসিংহ রেঞ্জের পুলিশের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, ময়মনসিংহের জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস, বিভাগীয় ও জেলা পর্যায়ের সরকারী উর্দ্ধতন কর্মকর্তা ও আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
শপথ বাক্য পাঠ শেষে বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে এবং বর্তমান সরকারের কাঙ্খিত উন্নয়নে তারাকান্দা উপজেলা পরিষদের নবনির্বাচিত জনপ্রতিনিধিদেরকে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে হবে। তিনি জেলার নব গঠিত এই উপজেলার উন্নয়নে ও জনস্বার্থে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার জন্যেও আহ্বান জানান। এ সময় এক প্রতিক্রিয়ায়, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা মাননীয় প্রধানমন্ত্রীর মান সম্মান অক্ষুন্ন রাখতে দৃঢ় সংকল্পবদ্ধ হন ও তারাকান্দা উপজেলাকে মনমত করে সাজাবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।
শপথ অনুষ্ঠানে নবগঠিত তারাকান্দা উপজেলাকে মনমত করে সাজানোর প্রত্যয় ব্যক্ত করেন নবনির্বাচিত চেয়ারম্যানরা
