হালুয়াঘাট প্রতিনিধিঃ
ময়মনসিংহের হালুয়াঘাটে ফেইসবুকে অশ্লীল মন্তব্যের প্রতিবাদ করায় নাফি আল নাজরান নামে এক কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ৪ জনকে আটক করেছে। জানা যায়, উপজেলার মনিকুড়া গ্রামে এ ঘটনা ঘটে। সেখানে দিনাজপুর মেডিকেল কলেজ পড়ুয়া ঋতু নামে এক ছাত্রীর ফেইসবুক আইডিতে অশ্লীল মন্তব্য করে একই এলাকার হালিমের পুত্র সুমন (১৬)।
বিষয়টি ঋতু তার খালাতো ভাই নাফি আল নাজরানকে অবগত করায়। ১৭ আগস্ট রাত প্রায় ৮টার সময় উপজেলা সদরে সেন্ট এন্ড্রুজ উচ্চ বিদ্যালয়ের পুকুর পাড়ে অশ্লীল মন্তব্যকারী সুমনকে মারধর করে নাফি আল নাজরান। এতে সুমন উত্তেজিত হয়ে তার ১০/১৫ জন বন্ধু-বান্ধবকে নিয়ে নাফি আল নাজরানের উপর চড়াও হয়। এক পর্যায়ে পিটিয়ে গুরুতর আহত করে নাজরানকে। গুরুতর আহত অবস্থায় শনিবার ভোর ৫টার দিকে নাজরানকে হালুয়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। নাফি আল নাজরান মনিকুড়া গ্রামের নাজমুল হাসানের পুত্র এবং গৌরিপুর সরকারী পলিটেকনিক কলেজের ৩য় বর্ষের ছাত্র। এ ঘটনায় পুলিশ তাৎক্ষনিকভাবে সিয়াম, সোলায়মান. অয়ন ও হিমেল নামে ৪জনকে আটক করেছে। আটককৃতরা সেন্ট এন্ড্রুজ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র। কোরবানী ঈঁদকে সামনে রেখে নিহতের বাড়িতে চলছে শোকের মাতম।
এ বিষয়ে অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম তালুকদার জানান, ঘটনার প্রেক্ষিতে ৪ জনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে। নিহত নাফিআল নাজরানের লাশ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
হালুয়াঘাটে ফেইসবুকে অশ্লীল মন্তব্যের প্রতিবাদ করায় কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা, থানায় মামলা আটক ৪
