হারুন অর রশিদ দুদু, ঝিনাইগাতী
শেরপুরের ঝিনাইগাতী উপজেলা যুবলীগের আয়োজনে দিনব্যাপি বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১৫ আগস্ট বুধবার দুপুরে এক শোক র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা যুবলীগ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক আবুল কালাম আজাদ এতে সভাপতিত্ব করেন। ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসন থেকে নৌকার মনোনয়ন প্রত্যাশী সাবেক এমপি এমএ বারীর পুত্র মোহসিনুল বারী রুমি। এ সময় আরো বক্তব্য দেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহ আলম, সাবেক ছাত্রলীগ সভাপতি শামছূল আরেফিন, মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক আয়শা সিদ্দিকা রুপালী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন প্রমুখ। দিনব্যাপী কর্মসূচীর মধ্যে ছিল দলীয় ও কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, গণভোজ ও দোয়া মাহফিল। সভায় প্রধান অতিথি মোহসিনুল বারী রুমি দিবসের তাৎপর্য উল্লেখ করে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন এবং বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে চলমান উন্নয়ন ধারাকে অব্যহত রাখতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
ঝিনাইগাতীতে যুবলীগের আয়োজনে জাতীয় শোক দিবস পালিত
