এম এ মান্নান
ময়মনসিংহের ফুলপুর এক্সিলেন্ট স্কুল এন্ড মাদরাসার ৫ম শ্রেণীর ছাত্র প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থী আল আমীন ৫ আগস্ট ২০১৮ রবিবার সকালে হিফজ সম্পন্ন করেছে। সে ২০১৬ সনের ১৯ জুলাই অত্র প্রতিষ্ঠানের স্বনামধন্য উস্তাদ হাফেজ মাওলানা নাজমুল হাসানের নিকট সবক শুরু করে তাঁর কাছেই শেষ করল। আল আমীন শেরপুর জেলার নকলা উপজেলার নারায়ণখোলা টাঙ্গারবন গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তার বাবা একজন ব্যবসায়ী ও মা পারুল বেগম একজন গৃহিণী। তিন ভাই ও এক বোনের মধ্যে সে সবার বড়। তাদের বাপ-চাচাসহ দাদার পরিবারে এই প্রথম কেহ হাফেজ হল। তার মুখে কিছু জড়তা রয়েছে। তবে কুরআন তিলাওয়াতের সময় সমস্যা হয় না। আল্লাহর রহমতে সুস্পষ্টভাবেই কুরআন তিলাওয়াত করতে পারে। আল আমীন ভবিষ্যতে কুরআন, হাদীস ও ইফতা বিভাগে উচ্চতর পড়াশুনা করে দীনের দায়ী হতে চায়। সে সকলের দোয়া প্রার্থী।
এক্সিলেন্টের ৫ম শ্রেণীর ছাত্র আল আমীনের ২ বছরে হিফজ সম্পন্ন
