এম এ মান্নান
জুলাই’১৮-তে ময়মনসিংহের তারাকান্দা থানায় ৩ হাজার ১শ ৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার, দীর্ঘ দিনের পলাতক ৫জন ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার ও থানা এলাকার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখায় তারাকান্দা থানার ওসি মুহাম্মদ মাহবুবুল হককে ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়।
৫ আগস্ট ময়মনসিংহ পুলিশ লাইনে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় জুলাই মাসের জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচন অনুষ্ঠানে ময়মনসিংহ পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম, অতিঃ পুলিশ সুপার এসএ নেওয়াজী, জয়িতা, শিল্পী প্রমুখ উপস্থিত ছিলেন। শ্রেষ্ঠ হওয়ায় ওসি মাহবুবুল হককে সনদপত্র ও নগদ অর্থ প্রদান করেন, ময়মনসিংহ পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম। এক অভিব্যক্তিতে জেলার জুলাইয়ের শ্রেষ্ঠ ওসি মাহবুবুল হক বলেন, এই শ্রেষ্ঠত্ব ধরে রাখার চেষ্টা করে যাব। এর জন্য তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
তারাকান্দা ওসি মাহবুবুল হক ময়মনসিংহে জুলাইয়ের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত
