এম এ মান্নান
ময়মনসিংহের ফুলপুরে নিরাপদ সড়কের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ শনিবার সকাল ১০টার দিকে উপজেলার বিভিন্ন স্কুল শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। ঢাকা-হালুয়াঘাট মহাসড়কের শেরপুর রোডের মোড়ে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করে। পরে তারা আঞ্চলিকভাবে হালুয়াঘাট রোড ৪ লেনে উন্নীতকরণ, ফুলপুর বাস টার্মিনাল নির্মাণ, ফুলপুর-ময়মনসিংহ বিআরটিসি স্টুডেন্ট বাস চালু, ভাষা সৈনিক এম শামছুল হক চত্বরে ট্রাফিক বাড়ানোসহ নিরাপদ সড়কের দাবিতে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সকাল ১১টার দিকে মিছিলটি ফুলপুর ডিগ্রি কলেজ মাঠে পৌঁছলে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী সেখানে উপস্থিত হয়ে ছাত্রদের উদ্দেশ্যে বলেন, তোমাদের যৌক্তিক দাবি সরকার মেনে নিয়েছে। এর বাস্তবায়নও শুরু হয়েছে। তিনি বলেন, ‘নিরাপদ কনডম চাই না, নিরাপদ সড়ক চাই।’ ছাত্র হয়ে এ ধরনের স্লোগান বেমানান। এমন স্লোগান না দিয়ে নিরাপদ সড়ক দাবির পাশাপাশি তোমরা ‘প্রত্যেক স্কুলের জন্য স্কুল পার্ক চাই’ স্লোগান দিতে পারতে। তিনি বলেন, পড়াশুনা নষ্ট করে তোমরা আন্দোলনে জড়াইও না। অবিবেচ্য ও ভুল কাজ করবে না। তোমাদের মাঝে ভুল কেউ ঢুকে পড়তে পারে। তখন বড় ধরনরে ক্ষতি হয়ে যেতে পারে। এরপর তিনি তাদের কাসে ফিরে যাওয়ার পরামর্শ দিলে ছাত্ররা আজকের মত কর্মসূচী স্থগিত করে মিছিল সহকারে স্কুলে ফিরে যায়।
ফুলপুরে নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ মিছিল
