এম এ মান্নান
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার আল-জামিয়া হালিমাতুস সাদিয়া মহিলা মাদরাসা বাহেলার বুখারী শরীফের প্রথম সবক ইফতেতাহ ১৭ জুলাই ২০১৮ মঙ্গলবার বাদ যুহর অনুষ্ঠিত হয়েছে। এটি আল-জামিয়া শামছুল উলূম মাদরাসা ও এতিমখানা বাহেলার একটি শাখা প্রতিষ্ঠান। মহিলা মাদরাসা ভবনের কাজ আংশিক বাকি থাকায় আপাতত: মেয়েদের ৪র্থ তলায় রেখে সবক প্রদান করা হয়। ৩য় তলায় বসে মাইকের মাধ্যমে মেয়েদের সবক প্রদান করেন, জামিয়া আরাবিয়া মাহমুদিয়া চরখরিচা, জামিয়া হুসাইনিয়া দারুল উলূম মাঝিয়াইল, হালুয়াঘাট বড়বন মাদরাসা ও অত্র জামিয়ার শাইখুল হাদীস আল্লামা নূর আহমাদ দামাত বারাকাতুহুম। এ সময় উপস্থিত ছিলেন, জমিদাতা, প্রতিষ্ঠাতা ও সদরুল মুহতামিম মাওলানা আলহাজ্ব শামছুল হক, প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা এনামুল হক, এক্সিলেন্ট স্কুল অ্যান্ড মাদরাসার প্রিন্সিপাল অত্র প্রতিষ্ঠানের মুঈনে মুহতামিম মাওলানা আব্দুল মান্নান, নায়েবে মুহতামিম মাওলানা উবায়দুল্লাহ ফুলপুরী, শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মৌলভী শিক্ষক আলহাজ্ব মাওলানা সেকান্দর আলী, সেহলা মাদরাসার উস্তাদ মাওলানা কামাল হোসেন, মাদরাসার উস্তাদ মাওলানা মাহমুদুল হাছান হানাফী, সুপার ভাইজার মো. মোজাম্মেল হক, ধারার আশরাফ ড্রাইভার, গোয়াতলা নিবাসী ছাত্র অভিভাবক বিল্লাল হোসেন, সাদুল্লাপুরের ছাত্র অভিভাবক আব্দুল মান্নান প্রমুখ।
আল-জামিয়া হালিমাতুস সাদিয়া মহিলা মাদরাসা বাহেলায় বুখারী শরীফের সবক প্রদান
