এম এ মান্নান
অবশেষে ময়মনসিংহের ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়নের ইউপি সচিব আব্দুল কুদ্দুছের বিরুদ্ধে করা সকল অভিযোগ প্রত্যাহার করে নিল ইউপি সদস্যরা।
জানা যায়, রূপসী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ তালুকদার অসুস্থ্য থাকায় ইউপি সদস্য রবিউলকে মৌখিকভাবে চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করেন। পরে তিনি কিছু মনগড়া কাজ করায় সচিব এর প্রতিবাদ করেন। ওই প্রতিবাদ ও নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝিকে কেন্দ্র করে রূপসী ইউনিয়নের ইউপি সদস্যরা সবাই সচিবের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগ তোলে তাকে অন্যত্র বদলির জন্য ময়মনসিংহের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব)’র কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। পরে বিষয়টি যাচাই বাছাইয়ের কাজ চলমান অবস্থায় ২৪ জুন ইউপি সদস্যরা তাদের অভিযোগ তুলে নিয়ে পুনরায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব)’র নিকট এক দরখাস্ত পেশ করেন। দরখাস্তে তারা উল্লেখ করেন যে, আমরা ভুল বুঝাবুঝি করে ওই অভিযোগ দিয়েছিলাম। আমরা উহা প্রত্যাহার করে নিলাম।
অবশেষে ইউপি সচিব আব্দুল কুদ্দুছের বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার
