এম এ মান্নান
ময়মনসিংহের ফুলপুর উপজেলার পয়ারী ইউনিয়নের আশি পাঁচকাহনিয়া গ্রামে আজ শনিবার দুপুরে পানিতে ডুবে মাজহারুল ইসলাম কাউসার (৮) নামে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। পয়ারী ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম ও পৌর কাউন্সিলর মোশাররফ হোসেন এ খবর নিশ্চিত করেন। সে ফুলপুর বাসষ্ট্যান্ডের মক্কা স্টোরের মালিক সেনা সদস্য মঞ্জুরুল হক (অবসরপ্রাপ্ত)’র ছেলে।
জানা যায়, কাউসার দুপুর সাড়ে ১২ টার দিকে বাড়ির সামনে পুকুরে গোসল করতে নামে। নেমে দীর্র্ঘ সময় ধরে বন্ধুদের সাথে সাঁতার কাটছিল। এক পর্যায়ে সে পানিতে ডুব দিয়ে নিখোঁজ হয়ে যায়। পরে বাড়ির লোকজন খবর পেয়ে পানির নিচে গাছের ডালের সাথে আটকে থাকা অবস্থায় মাজহারুল ইসলাম কাউসারের লাশ উদ্ধার করে। কাউসার ছনকান্দা বাজার জামে মসজিদ সংলগ্ন গুলজারে নূর হাফিজিয়া মাদরাসার নাজেরা বিভাগের ছাত্র। বাদ আসর তার নামাজে জানাজা শেষে তাকে তাদের পারিবারিক ককবরস্থানে দাফন করা হয়েছে।
ফুলপুরে পুকুরে ডুবে ১ মাদরাসা ছাত্রের মৃত্যু
