এম এ মান্নান
২৫ জুলাই ২০১৮ ময়মনসিংহের তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচন। আওয়ামী লীগ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করেছে। তারাকান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে লড়বেন তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক এডভোকেট মোঃ ফজলুল হক, ভাইস চেয়ারম্যান পদে তারাকান্দা উপজেলা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম নয়ন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে তারাকান্দা উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী সালমা আক্তার কাকন। শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড তাদেরকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়। আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে অনুষ্ঠিত এক সভায় তাদের প্রার্থিতা চূড়ান্ত করা হয়। নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ তারিখ ২৪ জুন, বাছাই ২৬ জুন, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৩ জুলাই। ২৫ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে।
২৫ জুলাই তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচন আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত
