এম এ মান্নান
ময়মনসিংহের ফুলপুরে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন হেল্ডস’র উদ্যোগে ঈদ বস্তু বিতরণ করা হয়েছে। উপজেলার বিভিন্ন স্থানে মোট ১৪৫টি ঈদের পাঞ্জাবিসহ টুপি ও তাসবীহ বিতরণ করা হয়। বেস্ট ওয়ান ফ্যাশান এর অর্থায়ন করে। শুক্রবার বস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন, ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার হেল্ডস’র প্রধান উপদেষ্টা মোহাম্মাদ রাশেদ হোসেন চৌধুরী, আনন্দ মোহন কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক আকবর আলী অাহসান, হেল্ডস’র সভাপতি আব্দুল্লাহ আল সায়েম লিঠু, সিনিয়র সহ-সভাপতি মোঃ আতিকুর রহমান আতিক, মহাসচিব তাসফিক হক নাফিও, কমিশনার শাহ মো. নাফিউল্লাহ সৈকত, ব্যবসায়ী আজহারুল ইসলাম প্রমুখ।
ফুলপুরে হেল্ডস’র উদ্যোগে ঈদ বস্ত্র বিতরণ
