এম এ মান্নান
ব্রাজিল ভক্ত সেই মাদরাসা ছাত্র রাশেদ মারা গেছে। ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে মারাত্মক আহত হয়েছিল কিশোর রাশেদ। অবশেষে রবিবার সে মারা যায়। তার বাড়ি টাঙ্গাইলের সখীপুর উপজেলায়। ব্রাজিল ভক্ত রাশেদ পতাকা টানাতে আরো দুজন বন্ধুর সাথে উপজেলার প্রতিমা বংকী বাজারে গিয়ে মেহগনি গাছে উঠেছিল। হঠাৎ গাছ থেকে পা ফসকে পিছলে পড়ে বাসের নিচে পড়ে যায়। বাসের চাকায় পিষ্ট হয়ে মারাত্মক আহত হয় সে। গত ২৮ মে এ ঘটনা ঘটে। পরে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর সাত দিন পর চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে মারা যায় রাশেদ। রাশেদের চাচা আবুল কালাম এ খবর নিশ্চিত করেন। তিনি বলেন, রাতেই মরদেহ ঢাকা থেকে বাড়িতে আনা হয়েছে। রাশেদ সখীপুর উপজেলার প্রতিমা বংকী ফাজিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র এবং ওই এলাকার কুয়েত প্রবাসী বছির উদ্দিনের পুত্র। আজ সোমবার তার জানাজা শেষে তাকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
ব্রাজিল ভক্ত সেই মাদরাসা ছাত্র রাশেদ মারা গেছে
