এম এ মান্নান
ময়মনসিংহের ফুলপুরে বহুল আলোচিত চাঞ্চল্যকর ১নং পৌর কাউন্সিলর ও পৌর যুবলীগের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে এক মানববন্ধন ও শোকর্যালি অনুষ্ঠিত হয়েছে। এলাকাবাসির উদ্যোগে র্যালিটি সাদেকের বাড়ি পৌরসভার চরপাড়া গ্রাম থেকে শুরু হয়ে ‘সাদেক ভাইয়ের খুনিদের ফাঁসি চাই, ফাঁসি চাই। দিতে হবে দিতে হবে। সাদেক ভাইয়ের রক্ত, বৃথা যেতে দিব না, দিব না’ ইত্যাদি নানা ধরনের স্লোগানসহকারে ফেস্টূন হাতে নিয়ে আমুয়াকান্দা ব্রিজে গিয়ে থামে। পরে ব্রিজ মোড় থেকে ভাষা সৈনিক এম শামছুল হক চত্বর পর্যন্ত ঢাকা-হালুয়াঘাট মহাসড়কের উপর প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন করে। মানববন্ধনে সাদেকের এতিম শিশু সায়মা সুলতানা ও প্রান্তও আত্মীয়দের কোলে ওঠে অংশ নেয়। এ সময় মানববন্ধনের উভয় পাশে কয়েক মাইল পর্যন্ত যানবাহণ আটকে বিশাল জ্যামের সৃষ্টি হয়। মানববন্ধনে বক্তব্য দেন, জেলা পরিষদের সদস্য উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, পৌর আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান, ফুলপুর প্রেসকাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর মুকুল, ফুলপুর ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, পৌর কাউন্সিলর সালমা খাতুন, সাদেকের চাচা আমিনুল ইসলাম লিটন, সোহানুর রহমান সোহাগ প্রমুখ। বক্তব্য অনুষ্ঠানটি উপস্থাপনা করেন, উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক আজিজুল হক।
বক্তব্যে জেলা পরিষদের সদস্য আব্দুল খালেক সাদেকের খুনিদের আইনের আওতায় এনে ন্যায় বিচার নিশ্চিত করার আহ্বান জানান। অন্যতায় বৃহত্তর কর্মসূচীর ডাক দেওয়া হবে। হাইব্রিড আওয়ামী লীগাররা মাননীয় প্রধানমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুন্ন করছে উল্লেখ করে পৌর আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান সাদেক হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান। ছাত্রলীগ নেতা মাহবুব বলেন, ঈদের পূর্বেই আমরা সাদেক হত্যার আসামীদের গ্রেফতার দেখতে চাই। নিহতের চাচা আমিনুল ইসলাম লিটন বলেন, সাদেক হত্যার খুনিরা যদি আইনের ফাঁক ফোঁকর দিয়ে বের হয়ে আসে তবে খুন আরো বেড়ে যাবে।
উল্লেখ্য, গত ৯ মে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে চরপাড়াস্থ খাদ্য গুদামের পাশে একদল সন্ত্রাসী কাউন্সিলর সাদেকুর রহমান সাদেক (২৫)কে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের মা হাসিনা খাতুন বাদি হয়ে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মনিরুল হাসান টিটু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক রাসেল আহাম্মেদ রয়েলসহ ২১ জনের বিরুদ্ধে ফুলপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
ফুলপুরে সাদেক হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
