এম এ মান্নান
ময়মনসিংহের ফুলপুর পৌরসভার বাজেট ঘোষণা করা হয়েছে। ২০১৮-২০১৯ অর্থবছরের জন্য ৬৩ কোটি ৩৬ লাখ ২৮ হাজার ৬৩৮.৪১ টাকার বাজেট প্রস্তাব করা হয়। বুধবার বিকেল ৫ টার দিকে নিজ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বাজেট ঘোষণা করেন, ফুলপুর পৌরসভার মেয়র আমিনুল হক। মেয়র বলেন, গত ২০১৭-১৮ অর্থবছরে এর পরিমাণ ছিল ৩২ কোটি, ৬৫ লাখ, ৫৭ হাজার ১৬৮. ০৭ টাকা। এ সময় সাংবাদিক হুমায়ূন কবীর মুকুল, নুরুল আমিন নাজিম উদ্দিন ও খলিলুর রহমানসহ সিনিয়র সাংবাদিকবৃন্দ, পৌর কাউন্সিলরবৃন্দ, পৌরসভার সচিব আব্দুল মোতালেব, হিসাব রক্ষণ কর্মকর্তা রায়হান কায়সার জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন। বাজেট ঘোষণার পর পৌরসভা কার্যালয়ে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে এলাকার গণ্যমান্য আমন্ত্রিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
২০১৮-১৯ অর্থবছরের বাজেট ঘোষণা করেছে ফুলপুর পৌরসভা
