নিজস্ব সংবাদদাতা
ময়মনসিংহের ফুলপুরে ক্ষেতমজুর এমদাদ হত্যার বিচারের দাবিতে বৃহস্পতিবার বিকালে মিছিল হয়েছে। মিছিলটি বালিয়া মোড় থেকে শুরু হয়ে বিচার চাই, বিচার চাই, এমদাদের খুনিদের বিচার চাই স্লোগান দিতে দিতে সোজা উপজেলা কার্যালয়ের সামনে চলে যায়। সেখানে গেলে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্সদ রাশেদ হোসেন চৌধুরী নিহত এমদাদের বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে সুষ্ঠু বিচারের আশ্বাস দেন। এ সময় ওসি একেএম মাহবুব আলম, ওসি (তদন্ত) রুহুল আমিনও সেখানে উপস্থিত ছিলেন। তারাও নিহতের পরিবারকে ন্যায় বিচারের আশ্বান দেন। পরে তারা বাড়ি ফিরে যান। মিছিলে নেতৃত্ব দেন, নিহতের স্ত্রী, নিকটাত্মীয় রফিকুল ইসলাম, মাইন উদ্দিন, এখলাস, শফিকুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, উপজেলার রুপসী ইউনিয়নের পাঁচকাহুনিয়া গ্রামের নুরুল ইসলাম আবুর ছেলে এমদাদ (৩২) ও তার ভাইসহ আরো ৪জন ক্ষেতের মালিকের নিকট বোরো ধান কাটার মজুরি চাইতে গেলে গত ১৬ মে গৃহস্থ্যের পিটুনিতে মারাত্মক আহত হন তারা। পরে প্রথমে ফুলপুর হাসপাতালে নিলে অবস্থার অবনতি দেখে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে নেওয়ার পথে গুরুতর আহত এমদাদ পথেই মারা যান। ওই ঘটনায় দক্ষিণ কাতুলি গ্রামের কৃষক আবুল হোসেন, আবুল কাসেম ও শরীফসহ মোট ২১জনকে আসামী করে ফুলপুর থানায় মামলা হয়েছে।
ফুলপুরে ক্ষেতমজুর এমদাদ হত্যার বিচারের দাবিতে মিছিল
