এম এ মান্নান :
ময়মনসিংহের ফুলপুর উপজেলার কাইচাপুর বাজারে আলিয়া মাদরাসা মার্কেটে আগুন লেগে ১৭ দোকান পুড়ে ছাই। জানা যায়, সোমবার দিবাগত রাত সোয়া আটটার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফুলপুর ফায়ার সার্ভিসের দমকল কর্মীরা ও ফুলপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে যান। স্থানীয় লোকজনের সহযোগিতায় প্রায় ৩/৪ ঘন্টা কাজ করে তারা আগুন নিয়ন্ত্রণে নেন। ফুলপুর ফায়ার সার্ভিস ইনচার্জ আব্দুল হালিম জানান, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে ওই আগুনের উৎপত্তি। একই লাইন থেকে ১৭ টি দোকানে বিদ্যুৎ সরবরাহ দেওয়ার কারণে একটি দোকানে আগুন লাগার সঙ্গে সঙ্গে মূহুর্তের মধ্যে সকল দোকানে তা ছড়িয়ে পড়ে। এ সময় পুরো বাজার ও আশপাশ এলাকায় আতঙ্ক বিরাজ করতে থাকে। দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন, ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, বালিয়া ইউপি চেয়ারম্যান আজহার মোজাহীদ সরকার প্রমুখ। উপজেলা নির্বাহী অফিসার সকলকে তাদের বাসাবাড়ি এবং দোকানপাটে বিদ্যুতের নিরাপত্তা ব্যবস্থা সংস্কারের জন্য অনুরোধ জানিয়ে সকলকে আরও সতর্ক থাকার পরামর্শ দেন। স্থানীয়দের ভাষ্যমতে, আনুমানিক দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে, যাদের দোকানের মালামাল ও ব্যবসার পুঁজি আগুনে পুড়ে গেছে তাদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী বলেন, ক্ষয়ক্ষতিসহ সামগ্রিক বিষয়টি আমি জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস স্যারকে অবহিত করেছি। তিনি সরকার নির্ধারিত ক্ষতিপূরণ জরুরিভিত্তিতে প্রদান করা হবে মর্মে আশ্বস্ত করেন।
ফুলপুরে আগুনে ১৭ দোকান পুড়ে ছাই
