এম এ মান্নান
স্বীয় ইজ্জত সম্ভ্রমের বিনিময়ে মহান স্বাধীনতা যুদ্ধে যারা অবদান রেখেছেন সরকার তাদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি প্রদান করত: সম্মানিত করছেন। ময়মনসিংহের হালুয়াঘাটের রুমেছা খাতুন দুখু, জাহেরা খাতুন, নূর জাহান ও ফাতেমা খাতুন আর শেরপুরের নালিতাবাড়ী ও খুলনার একজন করে এবার মুক্তিযুদ্ধের সনদ পেলেন আরও ৬ মহীয়সী বীরাঙ্গনা নারী।
আজ মঙ্গলবার ১০ এপ্রিল বিকাল সাড়ে ৩টার দিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব ডাঃ দুলাল কৃষ্ণ রায় ওইসব বীরমাতা বীরাঙ্গনাদের হাতে মুক্তিযোদ্ধার সনদ তুলে দেন। সেখানে তখন সাংবাদিক এটিএম রবিউল করিম রবি উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এর আগে ফুলপুরের ফতেপুরের ময়মনা খাতুন মুক্তিযুদ্ধের সনদ পেয়েছেন।
আরও ছয় বীরাঙ্গনা পেলেন মুক্তিযুদ্ধের সনদ
