নিজস্ব সংবাদদাতা
ময়মনসিংহের ফুলপুর ডিগ্রি কলেজ রোডে অবস্থিত এক্সিলেন্ট স্কুল অ্যান্ড মাদরাসায় মাসিক হিফজুল কুরআন প্রতিযোগিতা মার্চ’১৮ অনুষ্ঠিত হয়েছে। ক, খ ও গ বিভাগ থেকে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী মেধাবী ৯জন ছাত্রের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ৪ এপ্রিল ২০১৮ বিকালে পুরস্কার প্রদান করেন, প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মাওলানা মো. আব্দুল মান্নান। এ সময় হাফেজ মাওলানা নাজমুল হাসান, হাফেজ নাঈম বিন কালাম, মাওলানা সাঈদুর রহমান, আশরাফ আলী হাসু প্রমুখ উপস্থিত ছিলেন। পুরস্কার হিসেবে তাদেরকে কলম রাখার বক্স প্রদান করা হয়। প্রিন্সিপাল মাওলানা আব্দুল মান্নান বলেন, সময়কে কাজে লাগিয়ে একই সাথে আমরা দুটি কাজ চালিয়ে যাচ্ছি। যারা পারে তারা উভয় বিষয়েই ভাল করতে পারে। তিনি বলেন, আমাদের অভিজ্ঞতা থেকে দেখেছি, যারা পারে না তারা এক বিষয়েও ভাল করতে পারে না। এখানে ক্লাসের পড়া ক্লাসেই মেক-আপ করা হয়। এর জন্য আলাদা কোন পেরেশানী নেই। খাওয়া-দাওয়া, ঘুম-গোসল ও খেলাধুলা সবকিছুই স্বাভাবিকভাবে হয়ে থাকে। এখানে কাউকে কোন চাপে রাখা হয় না। ভাল, মেধাবী, পাংচুয়েলি ও মেহনতি ছাত্ররা ৫ বছরে একই সাথে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ভাল ফলাফল করাসহ হিফজ সম্পন্ন করতে পারে।
হিফজুল কুরআনে এক্সিলেন্টের মেধাবী মুখ
