এম এ মান্নান
মুক্তিযুদ্ধের সনদ পেলেন ময়মনসিংহের ফুলপুর উপজেলার ফতেপুর গ্রামের বীরাঙ্গনা ময়মনা। বর্বর পাকিস্তানীদের হাতে লাঞ্ছিত হয়েও মহান স্বাধীনতা যুদ্ধের সময় অবদান রাখেন ময়মনা খাতুন। সরকার তার সেই অবদান শ্রদ্ধার সাথে স্বীকার করে তাকে সকল প্রকার সুযোগ সুবিধা দেয়া হবে বলে সনদ প্রদান করে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ৪ এপ্রিল বিকালে ময়মনাকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ খ ম মোজাম্মেল হক স্বাক্ষরিত সনদ প্রদান করেন, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের উপ-সচিব ডা. দুলাল কৃষ্ণ রায়। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক ডাব্লিউএফএফসির কেন্দ্রীয় কমিটির সদস্য সাংবাদিক এটিএম রবিউল করিম রবি। জানতে চাইলে তিনি বলেন, ১৯৯৮ সন থেকে তিনি বীরমাতা বীরাঙ্গনাদের রাষ্ট্রীয় সম্মাননার জন্য চেষ্টা করে আসছিলেন। ময়মনার স্বীকৃতির মধ্য দিয়ে তার সেই চেষ্টা সফল হয়েছে বলে তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।
মুক্তিযুদ্ধের সনদ পেলেন ফুলপুরের বীরাঙ্গনা ময়মনা
