এম এ মান্নান
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার লক্ষীখোলা কেন্দ্রীয় পৌর গোরস্থান মাদরাসা জামিয়া আরাবিয়া মিসবাহুল উলূমের আয়োজনে খতমে বুখারী ও ইতিহাসের আলোকে বাংলাদেশে ইলমে হাদীস : শায়খ শরফুদ্দীন আবু তাওয়ামা রহ. এর অবদান শীর্ষক সেমিনার ৫ এপ্রিল অনুষ্ঠিত হচ্ছে। এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন, বিশিষ্ট লেখক ও গবেষক দারুল উলূম দেওবন্দ, ভারত এর উচ্চতর হাদীস গবেষণা বিভাগের বিভাগীয় প্রধান সাহারানপুরের হযরত মাওলানা তালহা বিন যাকারিয়া রহ. এর খলীফা আল্লামা শায়েখ আব্দুল্লাহ মারুফী দামাত বারাকাতুহুম। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন, জামিয়া ইসলামিয়া কিশোরগঞ্জের শায়খুল হাদীস পীরে কামিল হযরত মাওলানা শফীকুর রহমান জালালাবাদী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন, জামিয়া আরাবিয়া মিসবাহুল উলূমের ভারপ্রাপ্ত মুহতামিম বিশিষ্ট লেখক গবেষক ও ইসলামিক চিন্তাবিদ মাওলানা লাবীব আব্দুল্লাহ। বিকাল ৪টা থেকে শুরু হওয়া ওই বরকতময় অনুষ্ঠানে হাজির থাকার জন্য কর্তৃপক্ষ সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।
মুক্তাগাছায় খতমে বুখারী ও আবু তাওয়ামা’র অবদান শীর্ষক সেমিনার ৫ এপ্রিল
