এম এ মান্নান
২ এপ্রিল ১১তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০১৮ অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে উপজেলা পর্যায়ে শুধু নীল বাতি প্রজ্বলন করা হয়। কর্মসূচীর অংশ হিসেবে ফুলপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ে তিন দিনব্যাপী নীল বাতি প্রজ্বলন কর্মসূচীর আয়োজন করা হয়েছে বলে জানান। এ উপলক্ষে আরও কোন কর্মসূচী আছে কিনা জানতে চাইলে ফুলপুর উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, জেলা পর্যায়ে র্যা লি, আলোচনা সভা অনুষ্ঠিত হবে। তবে উপজেলা পর্যায়ে আর কোন কর্মসূচী নেই। অটিজম কি ও কেন মানুষ এ রোগে আক্রান্ত হয়? আর এ দিবসে নীলবাতিইবা কেন প্রজ্বলন করা হয়? এর কারণ ব্যাখ্যা করে তিনি আরও বলেন, মস্তিষ্কের স্নায়ুকোষের স্বাভাবিক বৃদ্ধি বা পরিপক্কতার অভাবের কারণে অটিজমে আক্রান্ত হয়। কিন্তু কেন এই বিপর্যয় ঘটে তা এখনও অজানা। তিনি বলেন, অনেক গবেষক মনে করেন, জিনগত সমস্যা, রোগজীবাণুর সংক্রমণ, শরীরের বিপাক প্রক্রিয়ার সমস্যা ও পরিবেশতগত সমস্যায় অটিজমে আক্রান্ত হওয়ার ক্ষেত্রে অগ্রণী ভুমিকা পালন করে থাকে। সামাজিক সম্পর্ক স্থাপনে অপারগ, যোগাযোগ সমস্যা, আচরণের অস্বাভাবিকতা ইত্যাদি অবস্থা দেখা দিলে বুঝতে হবে যে, সংশ্লিষ্ট ব্যক্তি অটিজম আক্রান্ত। অটিজম দিবসে নীলবাতি প্রজ্বলন করার কারণ ব্যাখ্যা করে তিনি আরও বলেন, নীল বাতি কষ্টের প্রতীক। অটিজম আক্রান্ত শিশু বা ব্যক্তি দারুনভাবে কষ্টভোগ করেন। তিনি তাঁর কষ্ট কারো সাথে শেয়ার করতে পারেন না। তিনি জানেন না, কিভাবে সমস্যা সমাধানে অন্যের সাথে শেয়ার করতে হয়। ফলে এক ধরনের চাপা কষ্ট শুধু তিনি এককভাবে ভোগ করেন। তাঁর কষ্টের প্রতি সহমর্মিতা প্রকাশের সাথে সাথে বিষয়টিতে সচেতনতা সৃষ্টির জন্যই মূলত: অটিজম দিবসে নীল বাতি প্রজ্জ্বলন করা হয়। উপজেলা সমাজসেবা অফিসার আসাদুজ্জামান সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসুন, আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসি সহমর্মী হয়ে অটিজমের কষ্টকে অনুধাবন করার চেষ্টা করি ।
বিশ্ব অটিজম দিবস পালন উপলক্ষে শুধু নীলবাতি প্রজ্বলন
