এম এ মান্নান
ময়মনসিংহের ফুলপুরে খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় ১০ টাকা কেজি দরে চাল বিক্রি ১৩ মার্চ ২০১৮ আবার শুরু হয়েছে। প্রত্যেক কার্ডধারী ব্যক্তি ১০ টাকা কেজি দরে মোট ৩০ কেজি চাল ক্রয় করতে পারবেন। ৩০ কেজি চালের জন্য কোন অবস্থাতেই কেউ ৩০০ টাকার বেশি দিবেন না বলে সতর্ক করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। ক্রেতাদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, কোন ডিলার যদি ৩০০ টাকার বেশি প্রত্যাশা করে, তবে সরাসরি ০১৭১৬৬৩৩৮৯২ নাম্বারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের সাথে যোগাযোগ করবেন। কোন অসাধু ব্যক্তি যদি যে কোন পন্থায় খাদ্যববান্ধব কর্মসূচির চাল ক্রয় বিক্রয় করতে জানা যায় তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও হুশিয়ারি উচ্চারণ করেন তিনি। এ সময় উপজেলা খাদ্য কর্মকর্তা রুবায়েদুর রানাসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও ডিলারগণ উপস্থিত ছিলেন।
ফুলপুরে ১০ টাকা কেজির চাল বিক্রি আবার শুরু
