এম এ মান্নান
ময়মনসিংহের ফুলপুর উপজেলার ৪নং সিংহেশ্বর ইউনিয়নের কুটুরাকান্দা মুন্সিবাড়ি নূরানীয়া হাফিজিয়া আবাসিক মাদরাসায় হাফেজ ছাত্রদের দিস্তারে ফজিলত প্রদান উপলক্ষে ১২ মার্চ ২০১৮ দিনে মহিলাদের জন্য ও রাতে পুরুষদের জন্য ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে হালুয়াঘাটের মাঝিয়াইল মাদরাসার মুহতামিম শায়খুল হাদীস পীরে কামিল আল্লামা নূর হুসাইন দামাত বারাকাতুহুম সভাপতিত্ব করেন। সহ-সভাপতি ছিলেন, বনোয়াকান্দা দাখিল মাদরাসার সহ-সুপার মাওলানা রফিকুল ইসলাম। ওই এলাকায় যাতায়াত অব্যবস্থা থাকলেও আমন্ত্রিত উলামায়ে কেরাম সবাই উপস্থিত ছিলেন। বয়ান করেন, ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদরাসার সহকারী অধ্যাপক পীরে কামিল আলহাজ্ব মাওলানা উসমান গণি আজাদী, হরিণাদী হাফিজিয়া মাদরাসার শিক্ষক হাফেজ শাহ জাহান সিরাজী, শেরপুরের মাওলানা ফজলুল করিম প্রমুখ। সভার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, প্রতিষ্ঠানের সভাপতি রূপসী ইউপি সচিব মো. আব্দুল কুদ্দুস। সভা উপস্থাপনায় ছিলেন, মুহতামিম হাফেজ মো. মুস্তাফিজুর রহমান। মাদরাসা কমিটির সভাপতির আমন্ত্রণে বিশিষ্ট সাংবাদিক ইনকিলাবের ফুলপুর প্রতিনিধি মো. খলিলুর রহমান, আমার দিনের ফুলপুর প্রতিনিধি মোস্তফা খান ও বাংলাদেশ প্রতিদিনের ফুলপুর প্রতিনিধি এম এ মান্নানসহ স্থানীয় লোকজন ব্যতিত শতাধিক মেহমান সেখানে উপস্থিত ছিলেন। সভায় শরীয়াত ও মা’রিফাত বিষয়ে গুরুত্বপূর্ণ অনুষ্ঠিত হয়।
ফুলপুরে কুটুরাকান্দা মাদ্রাসায় ইসলামী সম্মেলন অনুষ্ঠিত
