এম এ মান্নান
বৃহত্তর ময়মনসিংহের ঐতিহ্যবাহী ক্বওমী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া আশরাফুল উলূম বালিয়ার ৯৯তম বড়সভা শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। বাদ আছর থেকে শুরু হয়ে চলে শনিবার ফজর পর্যন্ত। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এমপি শরীফ আহমেদ। জামিয়ার শায়খুল হাদীস শিক্ষা উপদেষ্টা আল্লামা এমদাদুল হক এতে সভাপতিত্ব করেন। সভায় বয়ান করেন, প্রবীণ আলিম মুফাসসিরে কুরআন হবিগঞ্জের আল্লামা তাফাজ্জুল হক, দাওয়াতুল হক বাংলাদেশ’র আমীর গুলশান সেন্ট্রাল জামে মসজিদের খতীব আল্লামা মাহমূদুল হাসান, ইসলামী ঐক্যজোটের সেক্রেটারী জেনারেল আল্লামা মুফতী ফয়জুল্লাহ, সেহলার পীর আল্লামা আহমাদ হুসাইন, বি. বাড়িয়ার মুফতী ওয়ালিউর রহমান, ঢাকার মুসলেমুদ্দীন, মোমেনশাহী বড় মসজিদের ইমাম ও খতীব হাফেজ মাওলানা আব্দুল হক, মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী, মুফতী মাহবূবুল্লাহ প্রমুখ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, মেয়র ইকরামুল হক টিটু, ফুলপুর উপজেলা চেয়ারম্যান এড. আবুল বাসার আকন্দ, তারাকান্দা উপজেলা চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, জেলা পরষিদের সদস্য গ্রামাউসের নির্বাহী পরিচালক আব্দুল খালেক, ফুলপুর উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান প্রমুখ। সভামঞ্চ উপস্থাপনায় ছিলেন, আল্লামা ওয়াইজ উদ্দিন ও মাওলানা মুখলেছুর রহমান মন্ডল। সভায় লাখো ধর্মপ্রাণ মুসলমানের সমাগম হয়। খতমে বুখারীর পর দেশ ও জাতির উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে সকলের জন্য দোয়া করা হয়।
অনুষ্ঠিত হলো বালিয়া মাদরাসার ৯৯তম বড়সভা
