সিদ্দিকুল হাসান
ফসলহীন বিস্তীর্ণ মাঠে আমি বাসন্তী রূপ দেখেছি
বহুদূর মেঠোপথে বাসন্তীর উদ্দাম পথচলা দেখেছি
ধূসর শাড়ি পরা ঘূর্ণিবায়ে দেখেছি বাসন্তীর দুরন্ত নৃত্য
কলাপাতার চিরল রূপে দেখেছি বাসন্তী হাওয়ার উচ্ছলতা
কংশচরে মরিচিকার হাতছানিতে আমি বাসন্তীকে দেখেছি
পাপিয়ার কুহুতানে মুখরিত বনানিতে দেখেছি বাসন্তী রূপ।
উদাস দুপুরে ঝরাপাতার মর্মরে আমি অপরূপা বাসন্তীকে দেখেছি
আজো তো বসন্ত এলো; বাসন্তী কোথায়?
বসন্ত এলো; বাসন্তী কোথায় ?
