নিজস্ব সংবাদদাতা
ময়মনসিংহ প্রতিদিন পত্রিকার ফুলপুর ব্যুরো প্রধান এম এ মান্নান ২০১৭ সনের বিভাগীয় সেরা রিপোর্টার নির্বাচিত হয়েছেন। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে ব্যাপক অবদান রাখায় পুরস্কার হিসেবে তাকে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়। স্মারক ও সনদ পত্র প্রদান করেন, ময়মনসিংহ প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক মো. খায়রুল আলম রফিক, সহ-সম্পাদক আসাদুজ্জামান তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক আলহাজ্ব মো. আব্দুল বারী ও যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম। ৫ ফেব্রুয়ারি দুপুর ১টায় ময়মনসিংহের চরপাড়ায় ময়মনসিংহ প্রতিদিনের বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ১৩/এ, আফছর উদ্দিন মার্কেটের ৫ম তলায় এক প্রতিনিধি সম্মেলন ও সেরা রিপোর্টার নির্বাচন অনুষ্ঠানে ওই পুরস্কার প্রদান করা হয়। এ সময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য নেত্রকোণা আঞ্চলিক প্রতিনিধি এস এম রফিকুল ইসলাম রফিককে দ্বিতীয়, ত্রিশাল আঞ্চলিক প্রতিনিধি মো. জহিরুল কাদের কবীরকে তৃতীয় পুরস্কার হিসেবে সনদ পত্র প্রদান করা হয়। সার্কুলেশনে প্রথম পুরস্কার লাভ করেন গফরগাঁওয়ের আঞ্চলিক প্রতিনিধি মাজহারুল হক। আর বিজ্ঞাপন সেকশনে প্রথম পুরস্কার পান ফুলবাড়িয়ার স্টাফ রিপোর্টার শহীদুল ইসলাম। এছাড়া ২০১৮ সনের জানুয়ারির সেরা রিপোর্টার হিসেবে প্রথম পুরস্কার পেয়েছেন স্টাফ রিপোর্টার মজিবুর রহমান ফয়সাল (নান্দাইল) ও দ্বিতীয় পুরস্কার পেয়েছেন সিনিয়র রিপোর্টার মো, নাসির উদ্দিন (নকলা) । প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহ প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক খায়রুল আলম রফিক বলেন, যাচাই বাছাই কমিটির মাধ্যমে বিগত এক বছরের পত্রিকা বের করে তা থেকে যাচাই বাছাই করত: ২০১৭ সনের সেরা রিপোর্টার নির্বাচন করা হয়। এখন থেকে মাসিক ও বাৎসরিক সেরা রিপোর্টার নির্বাচন করত: তাদের পুরস্কৃত করা হবে। এ সময় বিভিন্ন জেলা ও উপজেলা প্রতিনিধিসহ উপস্থিত ছিলেন, পত্রিকার জেনারেল ম্যানেজার এনামুল হক ছোটন, সার্কুলেশন ম্যানেজার আনিছুর রহমান, বার্তা বিভাগের মোমিন তালুকদার, অফিস সহকারী সানজিদা ইসলাম বিউটি প্রমুখ।
ময়মনসিংহ প্রতিদিন পত্রিকার বিভাগীয় সেরা রিপোর্টার নির্বাচিত হলেন এম এ মান্নান
