এম এ মান্নান
ময়মনসিংহের ফুলপুর উপজেলার ১নং ছনধরা ইউনিয়নের হাটপাগলা বড় মসজিদের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনে এবারও লাখো মানুষের ঢল নামে। গত বছরের তুলনায় এবার আরও অনেক বেশি লোকের সমাগম হয়েছে বলে স্থানীয়রা জানান। ২২ ডিসেম্বর ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় মাওলানা আবুল বাশার হেলাল অত্যন্ত প্রাঞ্জল ভাষায় গুরুত্বপূর্ণ বয়ান করেন। এর আগে খুলনার এক বক্তা ভৈরবের মাওলানা তাফাজ্জল হককে মুশরিক আখ্যা দিয়ে বয়ান করেন।তিনি বলেন, ওইসব বক্তার ওয়াজ শোনা থেকে বিরত থাকতে হবে। এছাড়া তিনি মাইজভান্ডারী, দেওয়ানবাগী ও সায়দাবাদী পীরের বিরুদ্ধেও মুশরিক শব্দ ব্যবহার করে জ্বালাময়ী বক্তব্য দেন। মাওলানা আবুল বাশার হেলালী বলেন, কুরআনের বিরোধীরা কখনও সফলকাম হতে পারবে না। ওদের জন্য জান্নাতে যাওয়া এমন কঠিন সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা যেমন কঠিন। এ সময় এক ফাঁকে বক্তব্য রাখেন, সভার প্রধান অতিথি ফুলপুর তারাকান্দা আসনের সংসদ সদস্য শরীফ আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক হাবিবুর রহমান, ওসি একেএম মাহবুব আলম, ইউপি চেয়ারম্যান উবায়দুল হক প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন, ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের পরিচালক লায়ন এম কে বাশার। মঞ্চ পরিচালনায় ছিলেন, হাটপাগলার কৃতি সন্তান রমনা মডেল থানার ওসি (তদন্ত) মো. আলী হোসেন পিপিএম। সবশেষে বয়ান করেন, সভার বিশেষ আকর্ষণ ভারতের ২৪ পরগনা থেকে আগত আন্তর্জাতিক মুফাসসিরে কুরআন মাওলানা আবুল কালাম আজাদ। ৫ লক্ষ টাকা অনুদানের আশ্বাস দিয়ে প্রধান অতিথি এমপি শরীফ আহমেদ বলেন, হাটপাগলা মসজিদ উন্নয়নে আমিও আপনাদের কাফেলার একজন সদস্য হতে চাই।বক্তব্যে তিনি বড় রাস্তা থেকে হাটপাগলা মসজিদ পর্যন্ত রাস্তাটি পাকাকরণেরও আশ্বাস দেন। সভাপতি লায়ন এম কে বাশার বলেন, আগামীতে আরও ফ্যাসিলিটি বৃদ্ধিসহ আগত মুসল্লিদের বসার জন্য উন্নত ব্যবস্থা নেয়া হবে।
ফুলপুরে হাটপাগলা সভায় এবারও মানুষের ঢল
