এম এ মান্নান
সকাল বেলায় যারা কাজে বের হন সম্ভবত: তারা প্রায় প্রতিদিনই লক্ষ্য করে থাকেন, ফুলপুর বাসস্ট্যান্ড, আমুয়াকান্দা মোড়, বালিয়া মোড়, থানা রোডের মাথা, ও এম শামছুল হক চত্বরসহ বিভিন্ন স্পটে বেওয়ারিশ কুকুরের আধিপত্য।স্কুলগামী শিশুসহ পথচারীদের থাকতে হয় সদা আতঙ্ক।সম্প্রতি পৌরসভা ও এর বাইরে কুকুরের কামড়ে ক্ষতিগ্রস্ত হওয়াসহ মৃত্যুর মত বিপজ্জনক ঘটনাও ঘটেছে। বাংলাদেশ প্রতিদিনসহ এসব ঘটনা ছাপা হয়েছে বিভিন্ন জাতীয় দৈনিকে। তবু দৃশ্যমান কোন পদক্ষেপ নেওয়া হয়নি এ বিষয়ে। মেয়র আমিনুল হকের নিকট জানতে চাইলে তিনি জানান, কুকুর মারা হাই কোর্টের নিষেধ। ভুক্তভোগী অসহায় এলাকাবাসী বেওয়ারিশ ওইসব কুকুরের উপদ্রব থেকে মুক্তি চায় ।ফুলপুর বাসস্ট্যান্ড থেকে ১২ ডিসেম্বর ভোরে তোলা ছবি।
বেওয়ারিশ কুকুরের উপদ্রব থেকে মুক্তি চায় ফুলপুরবাসী
