এম এ মান্নান
ময়মনসিংহের ফুলপুরে বাংলাদেশ আওয়ামী নবীন লীগের উপজেলা শাখার কমিটি গঠিত হয়েছে। তানিম আহমেদ শাওনকে সভাপতি ও ফাহিম মোনতাসির শোয়েবকে সাধারণ সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট এক বছর মেয়াদী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এটিএম রিফাতুল করিম, সাংগঠনিক সম্পাদক অনিক ইসলাম প্রমুখ। বাংলাদেশ আওয়ামী নবীন লীগের সভাপতি লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম সাকিল এ কমিটির অনুমোদন দেন। জানা যায়, অক্টোবরের ২৫ তারিখে ওই কমিটি গঠিত হয়। গতকাল ৪ নভেম্বর শনিবার বিকালে উহা অনুমোদনের খবর ফুলপুরে পৌঁছলে নবীন লীগের সদস্যরা ফুলপুর উপজেলা সদরে শেরপুর রোড মোড় থেকে বাসস্ট্যান্ড এলাকায় আনন্দ মিছিল করে। মিছিলে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, পৌর স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহাগ, উপজেলা ছাত্রলীগনেতা সুলতান মাহমূদ সম্রাট, পৌর ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম প্রমুখ নেতৃত্ব দেন। পরে ভাষা সৈনিক এম শামছুল হক চত্বরে সংক্ষিপ্ত এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অনেকেই উপস্থিত ছিলেন।
If you choose a location close to the red line you can get to downtown manhattan or upper manhattan much faster and cheaper than taking a https://www.justdomyhomework.com cab
ফুলপুরে নবীন লীগের কমিটি অনুমোদন পাওয়ায় আনন্দ মিছিল
