এম এ মান্নান
ময়মনসিংহের ফুলপুরে ৪৬তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।র্যালিটি ফুলপুর উপজেলা চত্বর থেকে শুরু হয়ে বাসস্ট্যান্ড এলাকা প্রদক্ষিণ শেষে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে গিয়ে শেষ হয়। সেখানে ‘উৎপাদনমুখী সমবায় করি, উন্নত বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্য বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আবুল বাসার আকন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ হাকিম সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা খাতুন, সমবায় কর্মকর্তা কামরুজ্জামান প্রমুখ। বক্তব্য শেষে উপজেলা পর্যায়ে সফল ২২টি সমবায় সমিতিকে ক্রেস্ট প্রদান ও ২০ জন সফল সমবায়ীকে সম্মাননা সনদ প্রদান করা হয়। বক্তারা মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়তে সমবায়ীদের উৎসাহিত করে তাদের সহযোগিতা কামনা করেন।
At this stage, i’m not aware of it being possible to attach a batmobile rocket exhaust to any of the ipad 2 connections, but there are other ways of phone tracker app achieving the bruce wayne effect
৪৬তম জাতীয় সমবায় দিবসে ফুলপুরে বর্ণাঢ্য র্যালি
